দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে আজ। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার রাত আটটা থেকে শনিবার রাত আটটা পর্যন্ত) নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৯ জন।
শনিবার রাতে জেলা প্রশাসকের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দৌলতপুরে মোট ২১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্ত হয় ৮৯ জন । তবে এসময় কোন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে পূর্বের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল মাত্র ৪ জন । এসময় মৃত্যু হয়েছিল ০১ জনের।
সব মিলিয়ে এ উপজেলায় এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ৩০ জন। মোট মৃত্যু হয়েছে ৫৬ জনের।
Posted ২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুলাই ২০২১
desh24.com.bd | azad