সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে ৫০০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার পূর্ব চারিগ্রাম আব্দুল হালিমের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আকবর আলীর ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (২৩) ও মো. কদম আলীর ছেলে মো. মতি মন্ডল (৩১)।
সিংগাইর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামানের নির্দেশনায় উপ-পরিদর্শক মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানা পুলিশ।
উপ-পরিদর্শক আব্দু রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করি। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৫:০১ অপরাহ্ণ | রবিবার, ১০ জানুয়ারি ২০২১
desh24.com.bd | azad