অনলাইন ডেস্ক
সাতক্ষীরায় ভারতীয় রুপি ও ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার দিবাগত রাতে সদরের বৈকারী ও ভোমরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, বৈকারী গ্রামের সেকেন্দার আলীর ছেলে আব্দুস সবুর (২৩) ও সালেক হোসেনের ছেলে শিমুল হোসেন (২৫) এবং গয়েশপুর গ্রামের করিমুল গাজীর ছেলে এবাদুল গাজী (৩০)।
রবিবার (১৯ জুলাই) সকালে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, বৈকারী ক্যাম্পের টহল দল মোড়লপাড়া নামক স্থান থেকে রাতে ৭০ বোতল ফেন্সিডিলসহ শিমুল ও সবুরকে আটক করে। এছাড়া, তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করে বিজিবি।
অপরদিকে, ভোমরা বিজিবি’র টহলদল সীমান্তের লক্ষ্মীদাঁড়ি বেড়িবাঁধের নিচে অভিযান পরিচালনা করে ২,৬৬০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, ভারতীয় ও বাংলাদেশি দুটি সীমকার্ডসহ এবাদুল গাজীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
#সুত্র-বিজিবি পেজ।।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
desh24.com.bd | azad