শিবালয় ( মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব আরিচা সংবাদদাতা জাহাঙ্গীর ভূঁইয়ার মৃত্যুতে আজ সোমবার উপজেলা প্রেসক্লাবে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি আয়োজিত শোক সভায় এ শোকসভার আযোজন করে।
শিবালয় উপজেলা সাংবাদিক সমিতি সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, শিবালয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যমুনা টেলিভিশনের বিএম খোরশেদ ও কালের কন্ঠ ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক মারুফ হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময়
শিবালয় থানা জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা আব্দুল মজিদ মোনাজাত পরিচালনা করেন।
সভা শেষে প্রয়াত জাহাঙ্গীর ভূঁইয়ার পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ২০২০ সাংবাদিক জাহাঙ্গীর ভূঁইয়া ইন্তেকাল করেন।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
desh24.com.bd | azad