অনলাইন ডেস্ক
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ :
ঘিওরের ২৫ নং বানিয়াজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নানা আয়োজনে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯ টার দিকে প্রথমে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পর স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় র্যালী, মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান, রচনা লিখন, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা।
এছাড়াও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল মিয়ার সভাপতিত্ব্ব বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রমেশ চরণ ভৌমিক, ম্যানেজিং কমিটির সদস্য মাহমুদা পারভীন ও শিক্ষক- অভিভাবক কমিটির সভাপতি আব্দুস ছালাম।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও শিক্ষা সামগ্রী বিতরন করেন শিক্ষক আশিকুর রহমান, শিরিন সুলতানা, শারমীন ইসলাম প্রমুখ।
Posted ৬:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
desh24.com.bd | azad