মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করে মাহমুদ আলম লিটন নারিকেল গাছ প্রতীক নিয়ে ৭ হাজার ৭৫০ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট। এছাড়া আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী খাজা মইন উদ্দিন চিশতী নৌকা প্রতীকে ৩ হাজার ৪৬০ ভোট পেয়েছেন এবং বিএনপি সমর্থিত প্রার্থী শাহাদৎ আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট ।
সংরক্ষিত মহিলা আসন ০১ (১,২,৩নং ওয়ার্ড)-এ মোছাঃ তনজু আরা জবা ফুল প্রতীকে ২ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ ফেন্সি আরা আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৮৫ ভোট।
সংরক্ষিত মহিলা আসন ০২ (৪,৫,৬নং ওয়ার্ড)-এ মোছাঃ বাবলী আরা অটোরিক্সা প্রতীকে ৪ হাজার ২০৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ দেলোয়ারা বেগম জবা ফুল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৪৭ ভোট।
সংরক্ষিত মহিলা আসন ০৩ (৭,৮,৯নং ওয়ার্ড)-এ মোছাঃ রেবেকা জবা ফুল প্রতীকে ৩ হাজার ৬৮৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ সানায়ারা খাতুন চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৯০ ভোট।
ওয়ার্ড নং ০১-এ শ্রী হারান দত্ত টেবিল ল্যাম্প প্রতীকে ৮৬২ ভোট পেয়ে বেসরকারী ভাবে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আতিয়ার রহমান ডালিম প্রতীকে পেয়েছেন ৮৪৭ ভোট।
ওয়ার্ড নং ০২-এ মোঃ মাজেদুর রহমান পানির বোতল প্রতীকে ১ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারী ভাবে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ময়েজ উদ্দিন মন্ডল টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ১ হাজার ১১১ ভোট।
ওয়ার্ড নং ০৩-এ মোঃ আব্দুল মজিদ ডালিম প্রতীকে ১ হাজার ৭২ ভোট পেয়ে বেসরকারী ভাবে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আইয়ুব আলী আকন্দ উট পাখি প্রতীকে পেয়েছেন ৬৯৪ ভোট।
ওয়ার্ড নং ০৪-এ মোঃ মামুনুর রশীদ চৌধুরী ডালিম প্রতীকে ১ হাজার ১৭৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবুল বাশার উট পাখি প্রতীকে পেয়েছেন ৭৯৬ ভোট।
ওয়ার্ড নং ০৫-এ মোঃ মমতাজুর রহমান পাঞ্জাবি প্রতীকে ৯০৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিকুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৮৯১ ভোট।
ওয়ার্ড নং ০৬-এ মোঃ হাছানুর রহমান গাজর প্রতীকে ১ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল লতিফ বাবু পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ১ হাজার ১ ভোট।
ওয়ার্ড নং ০৭-এ সৈয়দ সামিউল ইসলাম উট পাখি প্রতীকে ৮১২ ভোট পেয়ে বেসরকারী ভাবে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিতেন্দ্রনাথ বর্মন ডালিম প্রতীকে পেয়েছেন ৭৭৯ ভোট।
ওয়ার্ড নং ০৮-এ মোঃ আব্দুল জব্বার মাসুদ টেবিল ল্যাম্প প্রতীকে ১ হাজার ৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উজ্জল গুপ্ত ডালিম প্রতীকে পেয়েছেন ৫৫৭ ভোট।
ওয়ার্ড নং ০৯-এ মোঃ আতাউর রহমান ডালিম প্রতীকে ১ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ গোলাফ্ফর হোসেন উট পাখি প্রতীকে পেয়েছেন ৬৬৩ ভোট। ফুলবাড়ী পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ১০টি কেন্দ্রের ৯৪টি বুথে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলো।
Posted ৬:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
desh24.com.bd | azad