মোঃ খায়রুল বাশার মিঠু, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাকশী হাইওয়ে থানার জন্য নির্ধারিত জমি অধিগ্রহণ ও আনুষ্ঠানিক দখল সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ শে ডিসেম্বর) হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়া এর আওতাধীন পাবনা জেলার পাকশী হাইওয়ে থানা পুলিশ ডাম্পিং গ্রাউন্ড , অফিসার ইনচার্জ কোয়ার্টারসহ অন্যান্য স্থাপনা নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক পাবনা কর্তৃক বর্ণিত সম্পত্তির আনুষ্ঠানিক দখল গ্রহণ করা হয়েছে।
পাবনা জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মুন্নি ইসলাম ও পাবনা জেলা অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রাণ বল্লভ বসাক উপস্থিতিতে প্রত্যাশী সংস্থার প্রতিনিধি ও পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মােঃ মনিরুজ্জামান এর নিকট হস্তান্তর করা হয়েছে ।
দখল নামা অনুযায়ী উল্লেখিত সম্পত্তি ২০১৭ সালের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন এর অধীনে ০৫/০৫/১৯ খ্রিঃ তারিখের আদেশ মােতাবেক পাবনা জেলার এল.এ মামলা নম্বর- ১০ / ২০১৮-২০১৯ এর আওতায় “
আনুষ্ঠানিক সরেজমিনে দখল ও সীমানা নির্ধারণ করা হয়েছে।
Posted ৬:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
desh24.com.bd | azad