ইউসুফ আলী চৌধুরী, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পবা উপজেলার সমবায় দপ্তরের ঊদ্দ্যোগে কাশিয়াডাঙ্গা আশ্রয়ন প্রকল্প (ফেইজ-২) বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্যদের মাঝে সল্পসুদে ঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঊপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার মহোদয়ের সভাপতিত্বে কাশিয়াডাঙ্গা আশ্রয়ন প্রকল্প (ফেইজ-২) বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ১৯ জন সদস্যর মাঝে ২,৮৫,০০০/- টাকা (দুই লক্ষ পঁচাশি হাজার টাকা) ঋণের চেক বিতরণ করা হয়।
আশ্রয়ন প্রকল্পের সদস্য সচিব ও উপজেলা সমবায় অফিসার মুহাঃ আবুল কাসেম মন্ডলের সঞ্চালনায় ঋণের চেক বিতরণকালে তদারকি কর্মকর্তা সাজেদা বেগম ও মোঃ রেজাউল করিম সহকারী পরিদর্শক দ্বয় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রকল্পের ১৯ জন সদস্যের ১২ জন মহিলা ও ০৭ জন পুরুষের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। উপকারভোগী সমবায়ী সদস্যগণ ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ৭:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১
desh24.com.bd | azad