নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ তালিকাভূক্ত মাদক ৪ মাদক ব্যবসায়ী আটক।
শুক্রবার (০৮ জানুয়ারি ২০২১ খ্রিঃ) ডিবি নরসিংদীর এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শিবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সকাল ০৭:৩০ ঘটিকায় শিবপুর মডেল থানাধীন পালপাড়া হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) রাশেদ মৃধা (৩২),পিতা- বাছেদ মৃধা, সা-খড়িয়া, (২) শহিদ মিয়া (৩৬), পিতা- হারিছুল হক,সাং-ব্রাহ্মন্দী উভয়থানা- শিবপুর, জেলা- নরসিংদী, (৩) মোঃ মাইন উদ্দিন (৪০),পিতামৃত-আঃ মালেক, সাং- কুতুবপুর, থানা-ফতুল্লা জেলা- নারায়নগঞ্জ, (৪) মেজবাহ উদ্দিন (৩৭), পিতামৃত-জসিম উদ্দিন, সাং- নীলক্ষা, থানা- বেলাব, জেলা- নরসিংদীদের ৫০০ (পাঁচশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,৫০,০০০/= টাকা।
গ্রেফতারকৃত আসামী রাশেদুলের বিরুদ্ধে ইতোপূর্বে ৫ টা, শহিদুলের বিরুদ্ধে ইতোপূর্বে ২ টা মাদক মামলা রয়েছে। এ সংক্রান্ত শিবপুর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
Posted ৬:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১
desh24.com.bd | azad