নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে ক্রয়কৃত জমির চারিদিকে সীমানা প্রাচীর ভেঙ্গে দখলের চেষ্টা চলছে।
শনিবার ২৪ এপ্রিল সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ক্রয়সূত্রে মালিক মোঃ নূরুল ইসলাম সিকদার বলেন একই এলাকার পিতা মৃত আলী আকবর সিকদারের ছেলে মোহাম্মদ আলী সিকদার ও লিয়াকত আলী সিকদার এবং তাদের ফুফুদের অংশসহ মোট ৩০ শতাংশ জমি জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। মোহাম্মদ আলী গং এই জমি বিক্রি করছে না মর্মে একটি মামলা দায়ের করে আদালতে। ওই মামলার রায় আমাদের পক্ষে আসে। তারপরও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন তারা আবার বসে বিরোধ মিমাংসা করা হবে। সে পর্যন্ত কেউ জমিতে যেন না আসে কিন্তু তারা আজ সকালে প্রাচীর ভেঙ্গে ফেলে জোরজবরে দখলে নেওয়ার চেষ্টা করে।
এ ব্যাপারে মোহাম্মদ আলীর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১
desh24.com.bd | azad