অনলাইন ডেস্ক
হঠাৎ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিশ্চিত ট্রেন দু’র্ঘটনার হাত থেকে শত শত যাত্রীকে রক্ষা করা জয়পুরহাটের পাঁচবিবি উপজে’লার সেই স্কুলছাত্র সাজিদকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার উপজে’লা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ সাজিদ ও তার বাবা-মায়ের হাতে তুলে দেন পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন উপজে’লা নির্বাহী অফিসার বরমান হোসেন, উপজে’লা প্রকৌশলী আব্দুল কাইয়ুম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা। গত রোববার উপজে’লার খাসবাগুরী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কি’শোর সাজিদ রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পায় লাইন ভে’ঙে ফাঁক হয়ে গেছে।
এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান ট্রেনটি আসতে দেখে বি’ষয়টি তার মাকে বললে ছেলেকে লাল
কাপড় উড়াতে বলেন তিনি। এ সময় শরীরে থাকা লাল গেঞ্জিই বাঁশের মাথায় জড়ি’য়ে উড়াতে থাকে সাজিদ। এ সময় চালক বি’ষয়টি দেখে ট্রেনটি থামায়। এভাবে ট্রেনের শত শত যাত্রীর প্রা’ণ রক্ষা করে সে।
Posted ৬:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
desh24.com.bd | azad