মোঃ শফি আলম, ঘিওর (মানিকগঞ্জ) সংবাদাতা
মানিকগঞ্জ ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের কাশেমপুর গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী। মঙ্গলবার ভোরে বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কাশেমপুর গ্রামের মোঃ লাল মিয়ার বাড়ির পাশের পুকুরে সোমবার দিবাগত রাতে দৃর্বত্তরা বিষ প্রয়োগ করে চলে যায়। মঙ্গলবার সকালে ওই পুকুরের দেশীয় মাছ মরে ভেসে উঠে। এতে তার ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে পুকুরের মালিক মোঃ লাল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কতিপয় ব্যক্তি আমার ও আমার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে। আমার ধারণা তারাই পুকুরে বিষ প্রায়োগ করেছে। এতে আমার ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘিওর থানার এস আই মোঃ আব্দুস সালাম জানান, প্রাথমিক ধারনা করা হচ্ছে পুকুরে বিষাক্ত কিছু দিয়ে মাছ মারা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি । তবে বিষয়টি দুঃখজনক। থানায় একটি অভিযোগের প্রস্তুতি চলছে।
Posted ৬:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
desh24.com.bd | azad