মোঃ শফি আলম, ঘিওর (মানিকগঞ্জ) সংবাদাতা
মানিকগঞ্জ ঘিওরে প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচীর মধ্যে ছিল সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন। দিনটি পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একআলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব,অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল তানিয়া সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাব ,ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার কে,এম,সিদ্দিক আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু,ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ শামীম,কাজী মাহেলা, ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ। প্রথমে জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন। শেষে প্রতিযোগিদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার পুরস্কার বিতরন করেন।
Posted ২:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৭ মার্চ ২০২১
desh24.com.bd | azad