ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধিমেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা, চিত্রাংকন, কবিতা আবৃতি, বর্নাঢ্য শোভা যাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমানের সভাপতিত্বে অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়, বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহম্মেদ, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এ ছাড়া উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি আয়োজন করা হয়।
Posted ৪:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
desh24.com.bd | azad