ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের বাসা বাড়ি থেকে কাজের মেয়ে নিখোঁজ হয়েছে। অনেক খোজাখুজির পরে তাকে না পেয়ে অবশেষে ঘিওর থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে।
জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের বাসায় সুমাইয়া (১৯) দীর্ঘদিন যাবৎ গৃহকর্মীর কাজ করে জীবন ধারন করতো। গত রবিবার বেলা সাড়ে তিনটার পর থেকে তাকে আর বাসায় না পেয়ে অনেক খোজাখঁুজি করা হয়। এক পর্যায়ে ঘিওর থানায় গিয়ে একটি সাধারন ডাইরী করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। সুমাইয়া পিতার নাম জাহাঙ্গীর আলম, মাতা কহিনুর সাং- আট কপাল (মাতব্বর বাড়ি), থানাঃ -লেতরা, ( চরফ্যাশন) জেলা বরিশাল। সুমাইয়া (১৯) উচ্চতা ৫ফুট ২ ইঞ্জি,গায়ের রং শ্যামলা মুখমন্ডল লম্বাটে মাথার চুল কালো ,পরনে ছিল সাদা প্রিন্টের জামা, সাদা হিজাব ও কালো রংয়ের স্যালোয়ার পরিহিত ছিল। এ সময় সে বাসা থেকে ৭ হাজার টাকা নিয়ে যায়।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, সুমাইয়া নিখোজের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তার সন্ধানের জন্য বিভিন্ন ভাবে সোর্সের মাধ্যমে কাজ করা হচ্ছে।
Posted ২:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১১ এপ্রিল ২০২২
desh24.com.bd | azad