মোঃ শফি আলম, ঘিওর, (মানিকগঞ্জ) সংবাদাতা
মানিকগঞ্জ ঘিওরে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা পালন করেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। শনিবার দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে এপ্রতিবাদ সভার আয়োজন করেন নেতা-কর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত নতুন কমিটির সভাপতি বিএম শুভ, সাধারন সম্পাদক হিমেল আহমেদসহ ৩২ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী ছাত্রলীগের নতুন কমিটি গঠন করে গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে দেওয়া হয়। শুক্রবার রাতে উপজেলার নতুন কমিটি ঘোষণা হওয়ার পর ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। উপজেলার নতুন কমিটি বাতিলের দাবিতে শনিবার দুপুরে দলীয় কাযার্লয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। ঘিওর বাস স্ট্যান্ড থেকে মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করে দলীয় কাযার্লয় এসে সমাবেশ করেন তাঁরা। সেখানে প্রতিবাদ সভায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা ছাত্রলীগের কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানায়। একই সঙ্গে নতুন করে সম্মেলন ডেকে কমিটি গঠনের দাবি জানান। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।এ সময় বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি মোঃ আজীম মিয়া জন, সাধারন সম্পাদক রওশন ইয়াজদানী সুমন, সহ-সভাপতি মোঃ নাহিদ খান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান রনি,সাব্বির হোসেন প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আজীম মিয়া জন সাংবাদিকদের জানান, আমাদের কোন প্রকার না জানিয়ে কমিটি দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবান জানাই। বিগত দিনে ঘিওর উপজেলা ছাত্রলীগ সকল প্রকার দলীয় অনুষ্ঠানে অংশগ্রহনসহ বিভিন্ন কর্মকান্ডে অংশ নেই। এ ব্যাপারে তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। এ সময় বক্তরা অবিলম্বে এই কমিটি বাতিলের জোর দাবী করেন।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১
desh24.com.bd | azad