মোঃ খায়রুল বাশার মিঠু, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রশাসনিক নিষেধাজ্ঞা ও আদেশ অমান্য করে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডায় চলছে বালু উত্তোলনের মহাউৎসব, এতে হুমকির মুখে পড়েছে চরাঞ্চলের আবাদী জমিগুলো।
অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কড়া নির্দেশ উপেক্ষা করে নদী ও চর থেকে বালু উত্তোলন করছে একটি দুষ্টচক্র।
সরেজমিনে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের নবীনগর হতে কামালপুর পর্যন্ত বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ভেকু দিয়ে বালু উত্তোলনের প্রতিযোগিতা চলছে।
বালু ব্যবসায়ী একটি দুষ্টচক্র চরের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত ট্রাক বালু উত্তোলন করেছে। ইউনিয়নটিতে সবচেয়ে বেশি বালু উত্তোলন ও পরিবহন হচ্ছে দাদাপুর ও বিলকেদার গ্রামের চরাঞ্চল থেকে।
এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে দলীয় ক্ষমতাসীন লোকজন জড়িত। তারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে।
এতে করে ফসলি জমি গুলো যেমন ব্যাপক হুমকির মুখে পড়েছে তেমনি নদী থেকে বালু খনন করে ট্রাকে করে নিয়ে যাওয়ায় রাস্তাগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এদিকে এ বিষয়ে লক্ষীকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিস-উর রহমান শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বালু উত্তোলনের বিষয়ে কিছু জানি না, কে বা কারা এর সাথে জড়িত। তবে এর সঙ্গে যেই জড়িত থাক এর দায় একান্তই তার নিজের। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে জানতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নেব।
তবে সরকারী দলের হোক কিংবা অন্য দলের হোক এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।।
Posted ৫:১২ অপরাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
desh24.com.bd | azad